মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে কৃষি জমি থেকে টপসয়েল কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, পাশাপাশি মাটি পরিবহনে ব্যবহৃত এক যানবাহনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত লাল উদ্দিন নামে এক ব্যক্তিকে কৃষি জমি থেকে টপসয়েল অবৈধভাবে কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত।
এছাড়া, চলমান অভিযান এবং অবৈধ বালু উত্তোলন ও টপসয়েল সংরক্ষণের অংশ হিসেবে গত বুধবার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ত্রিমোহনী ব্রিজ এলাকায় প্রশাসন এক ড্রেজার বন্ধ করে দেয়। পুলিশের সহায়তায় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং ড্রেজিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়। সেই দিন সন্ধ্যায় একটি কাকড়া গাড়িকে টপসয়েল পরিবহনের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপসহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, “অবৈধ বালু উত্তোলনকারী ও টপসয়েল বহনকারী যেকোনো যানবাহনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। চলমান অভিযানের অংশ হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সাঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, “সাঘাটায় কোনো ধরনের অন্যায় ও অনিয়ম চলতে দেওয়া হবে না। প্রয়োজনীয় সকল ব্যবস্থা আইন অনুযায়ী নেওয়া হবে।”
প্রসঙ্গত, সাঘাটায় দীর্ঘদিন ধরে কিছু মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করে আসছিল। বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে কঠোর অবস্থান নিয়েছে। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অভিযান আরও জোরদার করার দাবি করেছেন।