নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর উত্তরায় গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রাতে সাংবাদিক ও সিনিয়র সম্পাদনা সহকারী সৈয়দ আখতার সিরাজী সুমাইয়া জান্নাতি ও তার কথিত মামা জামাল উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযোগ সত্ত্বেও আড়াই মাসের বেশি সময় ধরে উত্তরা পশ্চিম থানা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
এরপর ৩১ ডিসেম্বর পুনরায় অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে উল্লেখ, জামাল উদ্দিন পূর্বের ফোন নম্বর 01745614319 বন্ধ করে নতুন নম্বর 01727721825 চালু করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিবাহ ও আমেরিকা প্রবাসের নাম করে সিরাজীর কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমজম টাওয়ারের কাজী আকমল হোসেন ওরফে সাহেদ কাজীর মেয়ে সুমাইয়া জান্নাতির মামার কাছ থেকে অর্থ নিয়ে অভিযোগ ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে। RAB-৩ শাহজাহানপুরে অভিযোগ করার পরও সংশ্লিষ্টরা জমজম টাওয়ারের পাশে বিধবা জান্নাতিকে খুঁজে পায়নি বলে উত্তরা পশ্চিম থানার ওসি জানিয়েছেন।
সিরাজী অভিযোগে উল্লেখ করেছেন, তারা নগদ টাকা চেয়ে চাপ সৃষ্টি করেছে। ২১ অক্টোবর যুগান্তর পত্রিকায় পাত্র চাই সংবাদ বিজ্ঞপ্তি দেখে সরলমনে সিরাজী যোগাযোগ করলে প্রথমে ৩৫–৪০ হাজার টাকার কথা বলা হয়। ২২ অক্টোবর ব্যাংক থেকে ৩০,০০০ টাকা নগদ প্রদান করা হয়। এরপরও অভিযোগকারীর ওপর বিভিন্নভাবে অর্থ আদায়ের চেষ্টা চালানো হয়েছে। ৭ জানুয়ারি সিরাজীর কাছে ১০,০০০ টাকা প্রেরণ করার পরও আরও অর্থ দাবি করা হয়েছে। মোট দুই লাখ বিশ হাজার টাকা দেওয়ার পরও প্রতারক চক্র আরও ২০,০০০ টাকা দাবি করছে।
সিরাজী আরও অভিযোগ করেছেন, মামলা ও অভিযোগ দাখিলের পরও উত্তরা পশ্চিম থানার পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। RAB-৩ শাহজাহানপুরেও অভিযোগ করা হয়েছে, কিন্তু ফলাফল মেলেনি। অভিযোগকারীর সঙ্গে মুঠোফোনে শুধু আশ্বাস দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, সুমাইয়া জান্নাতি ও জামাল উদ্দিন ভূঁইয়া ফ্যাসিস্ট দলের যুবসমাজের সঙ্গে সম্পর্কিত এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন। তারা দাবি করছেন, সংবাদ প্রকাশ হলে সিরাজীর প্রাণনাশ ঘটানো হতে পারে।
সিরাজী পুলিশের পাশাপাশি RAB-এর উর্ধ্বতন প্রশাসনের কাছেও আশু হস্তক্ষেপ কামনা করেছেন।